গড়পঞ্চকোটের গল্প

কাটিলা মহেন্দ্ৰ মৰ্ত্ত্যে বজ্র প্রহরণে

পৰ্ব্বতকুলের পাখা ; কিন্তু হীনগতি

সে জন্য নহ হে তুমি, জানি আমি মনে,

পঞ্চকোট !

একদিকে পাঞ্ছেত পাহাড় আর অন্যদিকে রাজবাড়ির ভগ্নাবশেষ, এরই মধ্যে ঘন বনজঙ্গলে অপরুপ প্রাকৃতিক শোভার মধ্যে কাটানো মনোরম ৩ দিনের চিত্র কথা।

কীভাবে যাবেনঃ কী ভাবে যাবেন: হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চড়ে বসুন। আসানসোলে নেমে অন্য লোকাল ট্রেন ধরে চতুর্থ স্টেশন হল মুড়াডি। সেখানে থেকে ট্রেকার বা রিকশায় বড়ন্তি। আসানসোল থেকে সোজা গাড়িও নিয়ে নিতে পারেন। গাড়িভাড়া পড়বে ৬৫০ টাকা। আর কলকাতা থেকে টানা গাড়িতে গেলে ঘন্টা ছ’য়েক লাগবে। দূরত্ব ২৭১ কিমি। আসানসোল থেকে নিয়ামতপুর পেরিয়ে বাঁহাতি পথে দিশেরগড় ব্রিজের রাস্তা ধরুন।

কোথায় থাকবেন: থাকার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের বাংলো। এখানে এসি ঘরও পাবেন। এ ছাড়া আছে কটেজ। ভাড়া একটু বেশি হলেও থাকার আয়োজন বেশ ভালো। যোগাযোগ করুন: পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম, কেবি-১৯, সেক্টর-৩, সল্ট লেক, কলকাতা-৯৮ (ফোন: ০৩৩-২৩৩৫০০৬৪/033-23350064)। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের সাইটে গিয়েও বুকিং করা যায়। দেখতে পারেন: http://www.wbfdc.com

Leave a comment